Daily Prothom Barta - Menu
যুবলীগের সদস্য হত্যাসহ ৯ মামলার আসামি রিপন গ্রেফতার
শহর প্রতিনিধি
হত্যা,চাদাবাজি, মারামারি ও প্রতরানাসহ ৯ টি মামলা আসামি নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকার যুবলীগের সদস্য ফারুক হোসেন রিপনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে শহরের মন্ডলপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ফারুক হোসেন রিপন সৈয়দপুর এলাকার আব্দুর রহমানের পুত্র।
এলাকাবাসির জানান, ফারুক হোসেন রিপন ছিল মেয়রের লোক। সে পরিচয়ে শহীদ নগর, সৈয়দপুর এলাকায় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালাত।করত চাদাবাজি ও জমি দখল। আওয়ামী সরকার আমলে তাকে ভয়ে কিছু বলতে পারতো না।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান,বৈষম্য বিরোধী আন্দলোনের সময় ছাত্র জনতা উপর হামলা করে আহত ও হত্যা করে। সে ঘটনায় সদর থানা ও জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা হয়। সে মামলায় ফারুক হোসেন রিপনকে শহরের মন্ডরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম